সারাদেশ

বরিশালে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ বরের সন্ধান মেলেনি

বরিশালে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ বরের সন্ধান মেলেনি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৫ মে ২০২৪, সন্ধ্যা ৬:১৩

গায়ে হলুদের পর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বর মিরাজুল ইসলাম আরিফের (২৪) সন্ধান মেলেনি। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার গাববাড়ী এলাকার। শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মিন্টু খানের ছেলে আরিফ পেশায় স্কয়ার টেক্সটাইল মিলের গাড়িচালক ছিলেন। আরিফ তার দূর সম্পর্কের মামাতো বোনকে বিয়ে করার জন্য পরিবারসহ গত ২২ মে দিবাগত রাতে উজিরপুরের গাববাড়ী এলাকায় আসেন। ২৩ মে সকাল দশটার দিকে গাববাড়ী গ্রামের মৃত নাসির উদ্দিনের মেয়ে নিপা আক্তারের সাথে আরিফের রেজিষ্টি কাবিন হয়। এরপর বিয়ের আনুষ্ঠানিকতার শুরুতে গায়ে হলুদ হয়। পরে ওইদিন বেলা সাড়ে ১২ টার দিকে দুইভাইসহ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামেন আরিফ। এ সময় স্রোতের টানে তারা দুই ভাইসহ তিনজনে ভেসে যেতে থাকেন। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করতে পারলেও মুহুর্তের মধ্যে বর আরিফ স্রোতের তোরে পানিতে তলিয়ে যান। পরিদর্শক আরও জানান, ঘটনার পর থেকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ আরিফের সন্ধানে তল্লাশি করছে। উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরিদের টিম লিডার নজরুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরের পর পরই তারা নিখোঁজ আরিফের সন্ধানে নদীতে তল্লাশী শুরু করেন। শনিবার বেলা আড়াইটা পর্যন্ত নিখোঁজের কোন সন্ধান মেলেনি।  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন