সারাদেশ

বগুড়ায় কাপড় কিনে না দেওয়াই স্বামীর বাড়িতে স্ত্রীর আত্মহত্যা

বগুড়ায় কাপড় কিনে না দেওয়াই স্বামীর বাড়িতে স্ত্রীর আত্মহত্যা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৫ মে ২০২৪, দুপুর ২:৪৩

বগুড়ার আদমদীঘিতে প্রবাসী স্বামীর বাড়িতে গলায় ওড়নার পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্মৃতি আক্তার (২৪) নামের এক গৃহবধূ। স্মৃতির স্বামীর নাম রেজাউল ইসলাম। তিনি উপজেলার বড় আখিড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। শুক্রবার (২৪ মে) সকালে নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়। উল্লেখ্য পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে বছর পাঁচেক আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়েছেন । তাদের তিন বছরের এক মেয়ে সন্তান রয়েছে। গত ২৬ এপ্রিল নিহত গৃহবধূ স্মৃতির স্বামী রেজাউল মালয়েশিয়ায় পারি জমান। নিহতের পরিবার জানান সপ্তাহ খানেক আগে মুঠোফোনে কাপড় কেনার বিষয় নিয়ে স্বামীর সাথে তার সামান্য কথা কাটাকাটি হয়। এরপর বিষয়টি রেজাউল তার শ্বশুরকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্মৃতি তার শিশুকন্যাকে তার মায়ের কাছে রেখে আসেন। রাতে সবার অজান্তে বাড়ির গেস্ট রুমের তীরের সাথে ওড়নার ফাঁস দিয়ে ঝুঁলন্ত অবস্থায় তাকে শ্বশুরবাড়ির লোকজন দেখতে পান। এরপর স্মৃতির শশুর এশার নামাজের পরে এসে দেখতে পান যে তার ছেলের বউয়ের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ফেলেন। ঝুলন্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে তাকে উদ্ধার করে স্থানিয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত স্মৃতির মামাতো ভাই নেওয়াজ মোরশেদের দাবী তার ফুপাতো বোনকে হত্যা করা হয়েছে। প্রয়োজনে মামলা করা হবে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেজানান খবর পেয়ে পুলিশ ঘটনায়স্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন