সারাদেশ

প্রার্থীতা বাতিল মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থীর

প্রার্থীতা বাতিল মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থীর

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৩ মে ২০২৪, রাত ৯:৩৩

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইসি সচিব মোঃ জাহাংগীর আলম জানান। উপজেলা নির্বাচনে ৬ষ্ঠ ধাপে আগামী ২৯ মে উপজেলায় ভোট হবে। গত ১৩ মে মঠবাড়িয়ার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ইসির পক্ষ থেকে ওইদিন প্রার্থীদের সব ধরনের সভা-সমাবেশ করতে নিষেধ করা হয়। কিন্তু কমিশনের আদেশ অমান্য করে মঠবাড়িয়া পৌরসভার সামনে বিশাল মিছিল ও সমাবেশ করেন রিয়াজ উদ্দীন আহম্মেদ। এরপর ১৪ মে কারণ দর্শানোর নোটিস দেওয়া হলে রিটার্নিং অফিসারের কাছে জবাব দেন এ প্রার্থী। তার জবাব সন্তোষজনক মনে না হওয়ায় কেন তার প্রার্থীতা বাতিল করা হবে না- সেই ব্যাখ্যা দিতে ২৩ মে কমিশনে তলব করা হয় তাকে। বৃহস্পতিবার শুনানি শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, “শুনানিতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন রিয়াজ উদ্দিন আহম্মেদ। ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্যাদি পর্যালোচনা ও শুনানি নেওয়ার পর আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি বিবেচনায় নিয়ে কমিশন সর্বসম্মতভাবে এ প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে।” ইসির প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে রিয়াজ উদ্দীন আহম্মেদের।  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন