আজ রবিবার (১৯ মে) দুপুরে পাবনা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা বাসস্ট্যান্ডে একটি তেলবাহী ট্যাংক লরি যাত্রীবাহি অটোভ্যান পিছন থেকে ধাক্কা দিলে ভ্যানের চালক মহির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার সদর ইউনিয়নের চালা গ্রামের মৃত দিল মোহাম্মাদের ছেলে।
স্থানীয়রা জানান, তেলবাহী ট্যাংক লরিটি বাঘাবাড়ি থেকে তেল নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। শ্রীকোলা বাসস্ট্যান্ডের পাশে হাটিকুমরুলগামী একটি অটোভ্যানকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় চালক মহির উদ্দিন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ওয়াদুদ জানান, খবর পেয়ে পুলিশ পার্শ্ববর্তী বোয়ালিয়া বাজার থেকে তেলবাহী ট্যাংক লরিটি আটক করে। ওই সময় তেলবাহী ট্যাংক লরির চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
মো. শাহাদত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত