সারাদেশ

ব্যতিক্রমী আয়োজনে সিরাজগঞ্জে বাংলা টিভির ৮ম জন্মদিন পালিত

ব্যতিক্রমী আয়োজনে সিরাজগঞ্জে বাংলা টিভির ৮ম জন্মদিন পালিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৯ মে ২০২৪, বিকাল ৫:২১

৭ম পেড়িয়ে ৮ম এ পা রাখলো দর্শক নন্দিত ও জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি। এ উপলক্ষে সিরাজগঞ্জে ব্যতিক্রমী আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা টিভির ৮তম জন্মদিন ।
রবিবার (১৯ মে ) দুপুরে আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ হলরুমে এ জন্মদিন পালন করা হয়। একই সাথে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পাড়ি” গানের রচয়িতা ও বাংলা টিভির উপদেষ্টা প্রয়াত আব্দুল গফ্ফার চৌধুরীর বর্ণাঢ্য সাংবাদিক জীবন নিয়ে আলোচনা করা হয়। উক্ত আয়োজনে প্রধান আলোচক হিসেবে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়। বাংলা টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদ রানা ওয়াসিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল বাছেদ ও সহকারী শিক্ষক শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে গফ্ফার চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে কেক কর্তনের মাধ্যমে বাংলা টিভির ৮ম জন্মদিন পালন করা হয়।  উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা বাংলা টিভির আরো উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। উল্লেখ্য যুক্তরাজ্যে বাংলা ভাষাভাষী কমিনিটির মধ্যে সাড়া জাগিয়ে বাংলা টিভির সম্প্রচারের সফলতা নিয়ে “বিশ্বজুড়ে বাংলা” এই স্লোগান বুকে ধারণ করে ২০১৭ সালের এই দিনে বাংলাদেশে থেকে বাংলা টিভির সম্প্রচার শুরু হয়। বাংলা টিভির প্রচারিত অনুষ্ঠান মালার মধ্যে সিনেমা, নাটক, সংবাদ দিন দিন আরো দর্শক নন্দিত হচ্ছে। আরও পড়ুন: সিরাজগঞ্জে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন