সারাদেশ

নলছিটি উপজেলা নির্বাচনে ৩ পদে মনোনয়ন পত্র জমা দিলেন ১৪ জন

নলছিটি উপজেলা নির্বাচনে ৩ পদে মনোনয়ন পত্র জমা দিলেন ১৪ জন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, সন্ধ্যা ৭:৫৬

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি নলছিটি উপজেলায় ৩ টি পদের বিপরীতে ১৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন খান সেলিম মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইসচেয়ারম্যান মো. মফিজুর রহমান শাহিন, প্রকৌশলী জেএম হাতেম, শরিফ মিজানুর রহমান লালন , মো. বদরুল আলম, মো. হানিফ হাওলাদার, মো.মনিরুজ্জামান মনির। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইসচেয়ারম্যান মোর্শেদা লস্কর, আয়েশা আক্তার, দিলরুবা মাহমুদ, জাকিয়া খাতুন সীমা, মোসাঃ নাসিমা আক্তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে এখন পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেননি গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান।