কক্সবাজার সাংবাদিক ফেডারেশনের জরুরী সভায় কক্সবাজার পাসপোর্ট অফিসের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শুক্রবার (১৮মে) বিকালে কক্সবাজার সাংবাদিক ফেডারেশনের জরুরী সভা সংগঠনের সভাপতি রুহুল আমিন সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহসীন শেখের সঞ্চালনায় সিএসএফ এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কক্সবাজার জেলার সভাপতি বিশিষ্ট লেখক ও কলামিস্ট আবদুল্লাহ আল মামুন আনসারী।
বক্তব্য রাখেন সিএসএফ এর প্রধান সমন্বয়ক বিএমইউজে কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, সাংবাদিক আবদুর রাজ্জাক, বিজয় টিভির শাহ আলম, শাহনেওয়াজ জিল্লু, কল্লোল দে, আরিফ উল্লাহ নূরী,মুজিবুল হক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় আগামী (২৬ মে) রোজ রবিবার সকাল ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কক্সবাজার পাসপোর্ট অফিসের নানা অনিয়ম দুর্নীতি বন্ধ করার দাবীতে এক মানববন্ধন প্রতিবাদ কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আরও পড়ুন:
নওগাঁয় মাদ্রাসার ছাত্র সাকিব হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত