মেীসুমী জনবল থেকে স্থায়ীকরণ স্থগিতাদেশ প্রত্যাহার ও ঘোষিত প্রণোদনার টাকার দাবিতে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিক-কর্মচারীরা।
শনিবার সকালে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন মিলের প্রশসনিক ভবনের সামনে এই প্রতিবাদ সভার আয়োজন করে। এরপর মিল চত্বরে বিক্ষোভ মিছিল করেন তারা।
সভায় নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, ধর্ম ও ক্রীড়া সম্পাদক সেন্টু ইসলাম, নাহিদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলের চলমান মৌসুমী জনবল থেকে স্থায়ীকরনের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশ আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনার টাকা ঈদের আগে না দিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত, গত ১৫ মে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীন সকল চিনিকল/প্রতিষ্ঠানে চলমান মৌসুমী জনবল থেকে স্থায়ীকরণ সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক- কর্মচারীরা। মিলটিতে ৯৩ জন মৌসুমী শ্রমিক কর্মরত রয়েছেন।
আরও পড়ুন:
লালপুরে পৌর আওয়ামীলীগ নেতা মঞ্জু হত্যার বিচারের দাবিতে মানবন্ধন
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত