বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মাদক সেবনরত অবস্থায় চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠ থেকে তাদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলেন- রসায়ন বিভাগের আদনান, আব্দুল বারিক, বাংলা বিভাগের মেহেদী হাসান ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের আবু তালহা। আটককৃত সবাই বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচের শিক্ষার্থী।
এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম বলেন, তাদেরকে পুলিশ প্রশাসন মুচলেকা দিয়ে ছাড় দিয়েছে।
আরও পড়ুন: বেরোবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত