বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন,সরকার দেশের প্রতিটি মানুষকে আর্থিকভাবে সচ্ছলতা করতে বহুমাত্রিক কর্মসূচী হাতে নিয়েছে। দারিদ্র বিমোচনের মাধ্যমে মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে অনেক উদ্যোগ নিচ্ছে সরকার। ভবিষৎ পরিকল্পনা নিয়ে সরকার
সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রম হাতে নিয়েছে। সরকারের নেয়া কর্মসূচীগুলো সঠিক ভাবে বাস্তবায়ন হলে দেশে কেউ গরিব থাকবে না, থাকবে না কোন মানুষের অসচ্ছলতা। সবাই যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে,সে জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
(১৫ মে,বুধবার) দুপুরে বগুড়ার, আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নের্তৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গনমাধ্যমকর্মী ও সূধীজনদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা হল রুমে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম,অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, সিনিয়র বগুড়া জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, থানা অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী, শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রাণিজ সম্পদ কর্মকর্তা ডাক্তার আমিরুল ইসলাম, মহিলা শিশু বিষয়ক কর্মকর্তা বরুণ চন্দ্র পাল, প্রকৌশলী রিপন কুমার, সমাজসেবা কর্মকর্তা আল -আমিন, আনসার ভিডিপি কর্মকর্তা শ্রী মতি নিরুপমা সরকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু সহ প্রমূখ।
প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম আদমদীঘিতে আগমন করে আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রহিম উদ্দীন কলেজ প্রাঙ্গনে ভোট গ্রহনকারী অফিসারদের প্রশিক্ষন কার্যক্রমের উদ্ধোধন করেন। এছাড়াও উপজেলা ভুমি অফিস পরিদর্শন, আদমদীঘি থানা পরিদর্শন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, উপজেলার নশরতপুর ইউনিয়নের বিনাহালী কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ন প্রকল্প ও আমার বাড়ি আমার খামার পরিদর্শন করেন। পরে প্রধান অতিথি উপজেলা হলরুমে, ক্রিয়া সামগ্রী,গরীব শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও দরিদ্র-অসহায় নারীদের সাঝে সেলাই মেশিন বিতরন করেন।
আরও পড়ুন:
বগুড়ায় দুর্বৃত্তের গুলিতে গৃহবধু আহত
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত