খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়া পাড়ার হাজী ইসমাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রবিবার (৫ অক্টোবর) রাত দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গুইমারা উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় রামগড় ও মাটিরাঙ্গা থেকে ইউনিট আসতে বিলম্ব হয়, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার-ভিডিপি ও স্থানীয়রা যৌথভাবে প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এলাকাবাসী জানান, গভীর রাতে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে। চোখের পলকে দোকানঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের বহু বছরের পরিশ্রম, সঞ্চয় ও পুঁজির সবই ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল তেলের দোকান, মোটর গ্যারেজ, হোটেল, ফার্নিচার, ও কনফেকশনারি দোকান।
দোকান মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে অন্তত ২ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি সেনা জোনের অধিনায়ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গুইমারা থানার অফিসার ইনচার্জসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন।
পাহাড়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মতামত