ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ ফের হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে একটি হ্যাকার গ্রুপ পেজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলে জানা গেছে। আগেরবারের মতো এবারও 'MS 470X' নামের একই হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার সঙ্গে জড়িত।
সূত্র জানায়, শুক্রবার ভোরে প্রথম দফায় পেজটি হ্যাক করে হ্যাকাররা। তখন ইসলামী ব্যাংকের প্রোফাইল এবং কভার ফটো পরিবর্তন করে নিজেদের লোগো যুক্ত করে দেয় তারা। কিছু সময়ের জন্য পেজটি ফেসবুকে অনুপস্থিত ছিল। পরে বিকেলের দিকে পেজটি পুনরুদ্ধার করতে সক্ষম হয় ব্যাংক কর্তৃপক্ষ। তবে কিছু ঘণ্টা যেতে না যেতেই হ্যাকাররা আবারও সেটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
হ্যাক হওয়া পেজটিতে অনুসারীর সংখ্যা ৩৯ লাখেরও বেশি। প্রথমবার হ্যাকের সময় হ্যাকার গ্রুপটি একটি পোস্টের মাধ্যমে দাবি করে, “বাংলাদেশ ইসলামী ব্যাংকের দায়িত্বশীল কর্তৃপক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে MS 470X গ্রুপ এই পদক্ষেপ নিয়েছে। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষা করতেই পেজটি দখলে নেওয়া হয়েছে। অবিলম্বে অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মীদের বিষয়টি পুনর্বিবেচনা করা হোক।” যদিও কিছু সময় পরেই ওই পোস্টটি মুছে ফেলা হয়।
মতামত