সারাদেশ

নরসিংদীতে ডাকাতির ঘটনায় সাতজন গ্রেফতার

নরসিংদীতে ডাকাতির ঘটনায় সাতজন গ্রেফতার

প্রকাশিত : ৩ অক্টোবর ২০২৫, রাত ১১:১১ আপডেট : ৩ অক্টোবর ২০২৫, রাত ১১:১৮

নরসিংদীর মাধবদী থানাধীন কান্দাপাড়া এলাকায় ডাকাতির ঘটনায় সাতজন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এসময় ডাকাতদের কাছ থেকে লুট করা স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর রাতে কান্দাপাড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এরপর নরসিংদী জেলা পুলিশের একাধিক টিম গাজীপুর, রূপগঞ্জ ও নরসিংদীতে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করে।


গ্রেফতারকৃত ডাকাতরা হলেন:

১. মোঃ কাজল মিয়া (৫০), পিতা-মৃত আলেক মিয়া, মা-জামেলা বেগম

২. মোঃ শরিফুল ইসলাম (২৬), পিতা-মোঃ মুছা মিয়া, মা-হেলেনা বেগম

৩. মোঃ সাগর মিয়া (২২), পিতা-মোঃ কাইয়ুম মিয়া, মা-আছমা বেগম

৪. মোঃ মৃদুল হাসান (২০), পিতা-আশরাফুল আলম, মা-আলেয়া বেগম

৫. মোঃ সুজন মিয়া (২০), পিতা-বাচ্চু মিয়া, মা-ময়ছান বেগম

৬. মোঃ মনির হোসেন ওরফে এবাদুল্লাহ (৩৮), পিতা-আব্দুল আজিজ, মা-সাজেদা বেগম

৭. হীরানাথ দাশ (৪২), পিতা-বিজর কুমার দাস, মা-শীবানী রানী দাস


এসময় উদ্ধারকৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে সাত আনা সাত পয়েন্ট স্বর্ণ এবং নগদ ১০,০০০ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।