সারাদেশ

খাগড়াছড়িতে অবরোধের সহিংসতায় তিন মামলা

খাগড়াছড়িতে অবরোধের সহিংসতায় তিন মামলা

প্রকাশিত : ৩ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৮:৩০

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে খাগড়াছড়ি ও গুইমারায় অবরোধের নামে সহিংস ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।


খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার বাদী হয়ে ১ অক্টোবর ৬০০–৭০০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন।


এছাড়া গুইমারা থানার এসআই সোহেল রানা বাদী হয়ে সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ, লুটপাট, সেনাবাহিনী ও পুলিশের ওপর হামলা এবং তিনজনকে হত্যার অভিযোগে আরও দুটি মামলা দায়ের করেন। এতে ২৫০–৩০০ জনকে আসামি করা হয়েছে।


পুলিশ জানায়, ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি পৌরসভা এলাকার মহাজনপাড়া, স্বনির্ভর ও উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে সংঘর্ষ ঘটে। পরদিন ২৮ সেপ্টেম্বর গুইমারায় সকাল থেকে বিকাল পর্যন্ত সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনা ঘটে।


এদিকে, শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক শয়ন শীলকে ৬ দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


উল্লেখ্য, গত শনিবার জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনা ঘটে।