সারাদেশ

বালিয়াডাঙ্গীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ আপডেট : ২ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৯

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা হয়।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়্যেল মার্ডি, উপজেলা জামায়াতের আমীর রফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী বণিক সমিতির সভাপতি ডা. তোফাজ্জল হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। ইউএনও মফিজুর রহমান দ্রুত সমস্যাগুলোর সমাধানের আশ্বাস প্রদান করেন।