শিক্ষাঙ্গন

বিসিএস পরীক্ষার্থীদের জন্য ঢাকাগামী পরিবহন সুবিধার দাবি ইবি শাখা ছাত্রশিবিরের

বিসিএস পরীক্ষার্থীদের জন্য ঢাকাগামী পরিবহন সুবিধার দাবি ইবি শাখা ছাত্রশিবিরের

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:৩৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য আসন্ন ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে ঢাকাগামী পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইবি শাখা ছাত্রশিবির। 

সোমবার সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র অধিকার সম্পাদক জাকারিয়া হোসাইন পরিবহন প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ব্যক্তিগতভাবে ঢাকায় যাতায়াত ব্যয়বহুল ও কষ্টসাধ্য হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারবে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ঢাকায় পরীক্ষা দিতে যাবেন। ব্যক্তিগত উদ্যোগে এত বড়সংখ্যক শিক্ষার্থীর যাতায়াত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। এই মুহূর্তে শিক্ষার্থীদের পুরো মনোযোগ পরীক্ষা প্রস্তুতির দিকে থাকা উচিত। তাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা প্রদান একান্ত জরুরি।

পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ আব্দুর রউফ জানান, আমাদের প্রশাসন ছাত্রদের দাবিতে সবসময় সহযোগিতাপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খেলাধুলা বা অন্যান্য প্রোগ্রামে পরিবহন ব্যবস্থা করা হয়। যদিও এটি ব্যতিক্রমী, তবে উপাচার্য অনুমোদন দিলে ব্যবস্থা নেয়া সম্ভব।

উল্লেখ্য, শাখা ছাত্রশিবির উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেও একই দাবির কথা জানিয়েছেন। উপাচার্য শিক্ষার্থীদের জন্য এই সুবিধা প্রদানের বিষয়ে আশ্বাস দিয়েছেন এবং আশা করা হচ্ছে বিশ্ববিদ্যালয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।