পাবনার ঈশ্বরদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের মিলনের ছেলে লাল (১০), অপরজন পরিচয়হীন এক কিশোরী (১৫), যাকে শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রথম দুর্ঘটনাটি ঘটে পাকশী-পাবনা বগা মিঞা সড়কের মসজিদ মোড়ে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সোয়া ৯টার দিকে একটি দ্রুতগামী সিএনজি থেকে অজ্ঞাতনামা ওই কিশোরী হঠাৎ সিটকে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। মেয়েটি আওতাপাড়া বাজার থেকে রূপপুরমুখী ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পর সিএনজি চালক দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরনে থাকা পোশাক দেখে ধারণা করা হচ্ছে, তিনি একজন শিক্ষার্থী।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী ইপিজেড রোডের পাকশী মুচিপাড়া এলাকায়। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় লাল নামের ১০ বছরের ওই শিশু। সে সকালে নিজ বাড়ি থেকে দুর্গাপূজা দেখতে বের হয়েছিল।
এদিকে উভয় ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।
মতামত