ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে দুটি দুর্গাপূজার মণ্ডপ রাজনৈতিক প্রতিমূর্তি প্রদর্শনের কারণে আলোচনার কেন্দ্রে এসেছে। এসব মণ্ডপে অসুর বা রাক্ষস হিসেবে দেখানো হয়েছে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক ব্যক্তিত্বদের।
রোববার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি অসুর হিসেবে দেখিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কমিটির মুখপাত্র জানান, ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতি ও কড়াকড়ি ভিসা ব্যবস্থার কারণে তাঁকে প্রতীকি অসুর করা হয়েছে। তাঁর ভাষায়, আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পকে বন্ধু ভাবতেন, কিন্তু ট্রাম্প বিশ্বাসঘাতকতা করেছেন।
অন্যদিকে খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে অসুর হিসেবে প্রতীকীভাবে দেখানো হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে। একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিচ্ছিন্ন মাথার প্রতিরূপও সেখানে রাখা হয়েছে। আয়োজকদের দাবি, এ প্রতিপাদ্যের লক্ষ্য হলো ‘ধ্বংস’ নামের হুমকি দূরীকরণকে প্রতীকীভাবে তুলে ধরা।
এই রাজনৈতিক প্রতিমূর্তি মণ্ডপগুলোকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কেউ কেউ এটিকে ‘সাহসী রাজনৈতিক বার্তা’ হিসেবে দেখছেন, আবার অনেকে ধর্মীয় উৎসবে রাজনীতি টেনে আনা অনুপযুক্ত বলছেন।
তবে বিতর্ক সত্ত্বেও দর্শনার্থীদের ভিড় ছিল উল্লেখযোগ্য। বিশ্লেষকদের মতে, এ ঘটনাটি ভারত-যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য আলোচনার প্রসঙ্গকেও নতুন করে সামনে এনেছে।
মতামত