সারাদেশ

গাইবান্ধায় শুরু হলো নৌকা বাইচ প্রতিযোগিতা

গাইবান্ধায় শুরু হলো নৌকা বাইচ প্রতিযোগিতা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৫৪

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন কিশামত বালুয়া ঘাঘট নদীতে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। 

জাতীয় সংগীতের সম্মিলিত পরিবেশনের মধ্য দিয়ে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ঘাঘট নদীর দু’পাড়ে উপচে পড়া ভিড় ছিল হাজারও দর্শকের। গাইবান্ধা ভেড়ামারা ঘাঘট নদী নৌকাবাইচ উদযাপন কমিটি ও স্থানীয় যুবকদের উদ্যোগে এবং মো. আমির আলীর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি মো. ইউনুছ আলী দুখু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান এবং তরুণ সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল। এছাড়া খোলাহাটি ইউপি চেয়ারম্যান মো. মাছুম হক্কানী, চেম্বার অব কমার্স পরিচালক খন্দকার জাকারিয়া আলম জীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উদ্যোক্তাদের অন্যতম আল আমিন ও স্বপন প্রামানিক।

আয়োজকরা জানান, ১৯৮৭ সাল থেকে প্রতিবছর একই স্থানে এ প্রতিযোগিতা হয়ে আসছে। এবারের প্রতিযোগিতায় গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ও বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে মোট ২০টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় খেলোয়াড়দের জন্য সার্বক্ষণিক ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হয়।

দ্বিতীয় দিনের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম বিজয়ী দলকে একটি ১০০ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় দলকে একটি ফ্রিজ এবং তৃতীয় দলকে একটি এলইডি টিভি প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।