নড়াইলে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠী পূজার দিন সদর থানার কেন্দ্রীয় টাউন কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন নড়াইলের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলাম। পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম দত্ত এসময় তাকে স্বাগত জানান।
পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, জেলায় এবছর মোট ৫২৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এসব মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বহুমাত্রিক মাল্টি-লেয়ারড নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করছে।
এছাড়া অধিকাংশ পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশসহ অন্যান্য শাখার সদস্যরা সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি টহল ডিউটি পরিচালনা করছে। ফলে জেলার সর্বস্তরের মানুষ নির্বিঘ্নে, বিশেষ করে রাতের বেলায়ও, পূজামণ্ডপ পরিদর্শন করতে পারছেন।
মতামত