ছবি : ভারতীয় পণ্যবোঝাই ট্রাক
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে। তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে বন্দরের ভেতরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে। পাশাপাশি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার চলবে নিয়মমাফিক।
আজ (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা-হিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। তিনি জানান, দুর্গাপূজার আনুষ্ঠানিকতা বিবেচনা করে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ৪ অক্টোবর থেকে বাণিজ্য স্বাভাবিকভাবে পুনরায় শুরু হবে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, “আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন বাদে অন্যান্য দিন কাস্টমস কার্যক্রম চালু থাকবে। আমদানিকারকরা চাইলে এ সময়েও পণ্য খালাস নিতে পারবেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম জানান, “আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।”
জেএইচ/এমটিএন
মতামত