আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলায় চেয়ারম্যান পদে প্রচারণায় এগিয়ে আছেন চেয়ারম্যান প্রার্থী সঞ্জিত কর্মকার । নির্বাচন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে গ্রাম-গঞ্জের হাটবাজার,অলিগলিসহ এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো। গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।
জানা যায়, তাড়াশ উপজেলায় দুই জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট যুদ্ধে ও জনমত জরিপে এগিয়ে রয়েছেন আনারস মার্কার পদপ্রার্থী সঞ্জিত কর্মকার । বর্তমানে তাড়াশ উপজেলার নির্বাচনী মাঠে বেশ তোড়জোড় চলছে।
এদিকে তাড়াশ উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও আনারস প্রতীকের গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে আনারস প্রতীকের পক্ষে বিপুল জনসমর্থন লক্ষ্য করা গেছে। পুরো এলাকায় ঘুরে দেখা যায়, গ্রহণযোগ্যতা ও প্রচারণায় বহুগুণ এগিয়ে রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী সঞ্জিত কর্মকার।
তাড়াশ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুইজন প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন প্রার্থী। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করবেন পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরও পড়ুন: প্রথম যুদ্ধশিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন তাড়াশের মেরিনা খাতুন
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত