ময়মনসিংহ রেলস্টেশন থেকে যাত্রীর চুরি হওয়া স্বর্ণালংকার ও ব্যাগ উদ্ধার করেছে র্যাব-১৪। এ ঘটনায় জড়িত দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পৃথক আরেক অভিযানে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব।
ভুক্তভোগী যাত্রী মোঃ আতিকুর রহমান (৪৭), পিতা মৃত নুরুল ইসলাম, হাটশিরা গ্রাম, কলমাকান্দা থানার বাসিন্দা।
তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে নেত্রকোনাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে যাত্রা করেন। তার সাথে থাকা ব্যাগে জমির মূল দলিলপত্র, ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিল। ময়মনসিংহ রেলস্টেশনে নামাজ পড়তে গেলে বগির বাংকারে রাখা ব্যাগটি চুরি হয়ে যায়।
এ ঘটনায় তিনি ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা দায়ের করলে বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টিকে গুরুত্ব দিয়ে র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে।
পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে র্যাব-১৪, ময়মনসিংহ সদর কোম্পানির একটি চৌকস দল ডিবি রোড এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করে। তারা হলো—
১. মোঃ বাবুল (৩২), পিতা মোঃ আবুল কালাম, শেওড়া ধোপাখোলা।
২. রনি বনিক (৩৫), পিতা প্রশন্ন বনিক, শেওড়া ডিবি রোড।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব চুরি যাওয়া ব্যাগসহ জমির দলিলপত্র, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করে।
অন্যদিকে, পৃথক আরেক অভিযানে ২৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৪ এর একটি দল ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত