শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:১৭

‘ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফরমেশন’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। 

শনিবার দুপুরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পোশাকের মাধ্যমে বিভিন্ন দেশ ও ধর্মীয় সংস্কৃতি তুলে ধরেন। র‌্যালি শেষে ব্যবসায় প্রশাসন ভবন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এছাড়া দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিভাগটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ট্যুরিজম বিষয়টি বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবারের থিমও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একসময় ট্যুরিজম খাতে প্রশিক্ষিত জনশক্তির অভাব ছিল, তবে আমাদের শিক্ষার্থীরা এ খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।