আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন ও কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। ব্যানার, প্ল্যাকার্ড, দাড়ি-পাল্লা প্রতীক ও নানা স্লোগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শহর আমীর মাওলানা সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করা, যা আর কখনোই মেনে নেওয়া হবে না। তারা বলেন, জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায় এবং ক্ষমতার ভারসাম্য রক্ষায় পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি, যাতে কোনো দল ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হতে না পারে।
বক্তারা আরও ঘোষণা দেন, কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে তারা জাতীয় পার্টিকে অতীতের ফ্যাসিস্ট সরকারের সহযোগী দল আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান।
মতামত