রাজনীতি

৫ দফা দাবিতে বারহাট্টায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ

৫ দফা দাবিতে বারহাট্টায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০:০৩

জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নেত্রকোনার বারহাট্টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শহরের কোর্ট বিল্ডিং এলাকার মডেল মসজিদের সামনে থেকে উপজেলা জামায়াতের শাখা বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর বাজারের একেখান মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা জামায়াতের সভাপতি জনাব নাজমুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল বাছির খান, নেত্রকোনা জেলা তারবিয়ত সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিন, জেলা প্রচার ও মিডিয়া বিষয়ক সেক্রেটারি মো. জহিরুল ইসলাম, ৭ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

৫ দফা দাবি সমূহ:

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।