সারাদেশ

সাভারে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস

সাভারে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস

ছবি : ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস


প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪২

সাভারঃ সাভারে ৫ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর। বিক্ষোভ মিছিলটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সাভারের ধ্বসে পড়া রানা প্লাজার সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের নেতাকর্মীরা। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের  সহ-সভাপতি হাফেজ নুর মোহাম্মদ। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, আওয়ামী লীগের দোসর  ভারতের আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টি  ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা। দাবিগুলো দ্রুত সময়ে বাস্তবায়ন করা না হলে তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।