নড়াইল সদর উপজেলায় আকবর মুন্সি (৬০) নামে এক ইজিবাইক চালককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আকবর মুন্সির মরদেহ গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল। হত্যাকারীরা তার গলা ও পুরুষাঙ্গ কেটে দিয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
মতামত