আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ১৫টি পূজা মণ্ডপে ব্যক্তিগত অর্থায়নে আর্থিক অনুদান প্রদান করেছেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাদিম সরকার।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মণ্ডপগুলোর সভাপতি ও সংশ্লিষ্টদের হাতে অনুদান তুলে দেন।
অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বজলুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি উজ্জ্বল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক নারায়ণ মনিদাস, জয়নগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দুধির চন্দ্র বিশ্বাস, জয়নগর ইউনিয়ন দুর্গা মন্দির কমিটির সাবেক সভাপতি তাপস চন্দ্র দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজার ভক্তবৃন্দ।
চেয়ারম্যান নাদিম সরকার বলেন, ধর্মীয় উৎসব শুধু আনন্দেরই নয়, এটি সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। তাই তিনি ব্যক্তিগত উদ্যোগে পূজা মণ্ডপগুলোর পাশে দাঁড়াতে পেরে আনন্দিত বোধ করছেন।
মতামত