ছবি : শ্রমিক অস্থিরতা সৃষ্টিকারী মূলহোতা টিপু সুলতান এখন
সাভারঃ আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের মধ্যে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার মূলহোতা টিপু সুলতান (৩০) কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সে , ঝিনাইদহ জেলার শৈলকোপা থানার পূর্ব মাদলা গ্রামের মৃত আবু হানিফের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার নরসিংহপুর ইটখোলা এলাকার নাসু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, সম্প্রতি নাসা গ্রুপের বিভিন্ন ইউনিটে শ্রমিকরা বেতন-ভাতা ও অন্যান্য দাবিতে আন্দোলনে নামলে কিছু শ্রমিক উস্কানি দিয়ে অস্থিরতা সৃষ্টি করে বিশৃঙ্খলা ছড়ায়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, শ্রমিক আন্দোলনের নামে যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল, তার নেপথ্যে এই টিপু সুলতান মূল ভূমিকা রেখেছে। সে শ্রমিকদের উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে। আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত