সারাদেশ

রাঙ্গাবালী থানার কর্মকর্তার সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গাবালী থানার কর্মকর্তার সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৬ মে ২০২৪, রাত ১০:৪২

পটুয়াখালীর রাঙ্গাবালী থানার প্রসাশনিক কর্মকর্তা সেকেন্ড অফিসার জনাব মোঃ নুরুল আমিন সিকদার এর সঙ্গে উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করা হয় ।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী শাখার সভাপতি মুহাম্মদ সালাহ-উদ্দিন আরিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল থানার কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন । এসময় হাদিয়া সুন্নাত হিসেবে রাঙ্গাবালী থানার সেকেন্ড অফিসার জনাব মোঃ নুরুল আমিন সিকদার এর হাতে ক্যালেন্ডার ও বই উপহার তুলে দেন তাঁরা। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আবু নাঈম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ জুবায়ের হোসেন জিয়েম, সাংগঠনিক সম্পাদক,মুহাম্মাদ আব্দুল গনি , প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ রাসেল সিকদার, অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মাদ ফয়েজ আহমেদ প্রমূখ। আরও পড়ুন: ময়মনসিংহে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর ও লুট   
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন