ছবি : সংগৃহীত
ভারতের বিপক্ষে বড় হারের পর শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের ছন্দে ফিরেছে পাকিস্তান। অন্যদিকে, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারালেও ভারতের বিপক্ষে হোঁচট খেয়েছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে তরুণদের নিয়ে গড়া দলটি লড়াই করে আসছে আত্মবিশ্বাস নিয়েই।
শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়ায় হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজ ছিলেন পাকিস্তানের ত্রাণকর্তা। ব্যাট হাতে অবদান রাখার পাশাপাশি তালাত বল হাতেও গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়েছিলেন। পাকিস্তানের শক্তি হিসেবে আছেন শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফের মতো বোলাররা।
বাংলাদেশের ভরসা সাইফ হাসান, যিনি টানা দুই অর্ধশতক করেছেন। দলে ফিরছেন অভিজ্ঞ লিটন দাস ও তাসকিন আহমেদ, যা টাইগারদের আরও শক্তিশালী করবে। স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন রিশাদ হোসেন, যিনি ইতোমধ্যে এশিয়া কাপে ৬ উইকেট শিকার করেছেন।
বাংলাদেশ: তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব/খুশদিল শাহ, সালমান আগা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
দুবাইয়ের উইকেট ধীরগতির হওয়ায় প্রথমে ব্যাট করা দলের জন্য কঠিন হবে রান তোলা। তাই টস জিতে বোলিং নেওয়ার সম্ভাবনাই বেশি।
মতামত