নরসিংদীর শিবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ৭২টি পূজা মণ্ডপে সরকারি ও ব্যক্তিগত অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শিবপুর উপজেলা পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সরকারি বরাদ্দের চাল প্রদান করেন। এসময় মোট ৩৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মনজুর এলাহী, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব আরিফ উল ইসলাম মৃধা, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, উপজেলা জামায়াতে ইসলামের আমির মোস্তাফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী, হিন্দু মহাজোটের সভাপতি কিশোর কুমার, সাধারণ সম্পাদক রাজন রায়, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক লিটন চন্দ্র বর্মণ, সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র বর্মণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সরকারি কর্মকর্তারা।
এছাড়াও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী’র ব্যক্তিগত অর্থায়নে শিবপুরের ৭২টি পূজা মণ্ডপে প্রতিটি মণ্ডপে ৫ হাজার ৫০০ টাকা করে মোট ৩,৯৬,০০০ টাকা অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।
মতামত