কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মেলার আয়োজন করা হয়।
মেলা উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মো. মেজবাহ উদ্দিন। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন, মেডিকেল কর্মকর্তা (মা ও শিশু স্বাস্থ্য) মোছা. ফেরদৌসী খাতুন, প্রজেক্ট অফিসার (ল্যাম্ব) বাদল এককা এবং জেলা এসআরএইচ কোঅডিনেটর ড. সমাশ্রী রায় বক্তব্য রাখেন।
মেলায় নাওডাঙ্গা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাঘবীর চন্দ্র বর্মন, উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মো. নুর ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. খাদিজা খাতুনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী মেলায় বিভিন্ন বয়সী প্রায় আড়াই শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন এবং বিভিন্ন আয়োজন ও কার্যক্রমে অংশগ্রহণ করেন। মেলার মাধ্যমে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য সচেতনতা এবং পারিবারিক সম্প্রীতির বার্তা সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়।
মতামত