আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে সনাতন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাইপাস সংলগ্ন লাভু মৃধার বাসভবনে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ সভাপতিত্ব করেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. মহসীন সঞ্চালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আরিফ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাদের সিকদার, কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেষ ভৌমিকসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে মিলেমিশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে হবে। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য সবাইকে সহযোগিতার আশ্বাস দেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
মতামত