ময়মনসিংহের নান্দাইলে ভাটি ছাড়িয়া গ্রামে এনামুল হক (৩০) নামের এক যুবককে হত্যার ঘটনা কে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাংচুর ও লুটের অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ মে) রাতে এ ঘটনায় ঘটে। উক্ত ঘটনায় আব্দুল জলিলের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ১৯জন বিরুদ্বে একটি অভিযোগ দায়ের করেন।
থানার অভিযোগ সূত্রে জানা যায়- নান্দাইল উপজেলার নান্দাইল সদর ইউনিয়নের ভাটি ছাড়িয়া গ্রামের মজিবুর রহমানের সাথে আব্দুল জলিলের জমি সংক্রান্ত বিরোধ সৃষ্টি হয়। অনেকবার সালিশ দরবার হলেও বিরোধ মীমাংসা হয়নি। এর মধ্যে গত ১৩ মার্চ জমি সংক্রান্ত জেরে হট্টগোল সৃষ্টি হয়।
এতে আব্দুল মান্নানের পুত্র এনামুল হক গুরুতর আহত হলে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে হাসপাতালে এনামুল হকের মৃত্যু হয়।
জানা গেছে, গত ১৭ মার্চ মজিবুর রহমান তার দলবল নিয়ে জেসমিন আক্তার ও আবুল ইসলামের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে। বসত বাড়ি ভাংচুরে ৮ লাখ টাকার ক্ষতি সাধন করে। অন্যদিকে দুই পরিবাররর গবাদিপশু, পুকুরের মাছ,ধান- চাল,স্বর্ণালংকার, ঘরের নিত্যদিনের জিনিসপত্র সহ ৩৫-৪০ লাখ টাকার ক্ষতিসাধন করেছে।
ভুক্তভুগী জেসমিন আক্তার বলেন, খুনের ঘটনা পরে পরিকল্পনা করে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। মামলা দিয়ে ক্রান্ত হয়নি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে গেছে। আমরা অসহায় হয়ে দিন যাপন করছি।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, জমি সংক্রান্ত জেরে খুনের ঘটনা ঘটেছে। এ নিয়ে হত্যা মামলা হয়েছে।
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত