সারাদেশ

বাহুবলে সুপার স্টার কেজি এন্ড হাইস্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত

বাহুবলে সুপার স্টার কেজি এন্ড হাইস্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৫, রাত ১:২৬

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ফর্দখলা গ্রামে সুপারস্টার কেজি এন্ড হাই স্কুলে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপসানা আক্তার পপির সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে এলাকার অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু তাহের তালুকদার এবং বিশেষ অতিথি ছিলেন আরেক ব্যবসায়ী মোঃ আমির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারজানা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আব্দুল মুকিত।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক হ্যাপি আক্তার, ইয়াছমিন আক্তার, রেশমী আক্তার ও সাদিয়া জাহান তুবা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা মা-অভিভাবকদের ভূমিকা, শিক্ষার্থীদের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে করণীয় বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।