ছবি : ঢাকা জেলা পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার নিচ্ছে
সাভারঃ ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে আগস্ট (২০২৫) মাসে পুরষ্কৃত হয়েছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম কাওছার সুলতান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় দক্ষতার জন্য তাকে সম্মাননা তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার-এসপি মো. আনিসুজ্জামান। জেলা পুলিশ সূত্রে জানা যায়, আগস্ট (২০২৫) মাসে ক্লুলেস মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে তিনি এ পুরষ্কার পান।
এ সময় ঢাকা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআই এসএম কাওছার সুলতান ২০০২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর তিনি ঢাকা জেলা ডিবি, টাঙ্গাইল ডিবি, মিরপুর মডেল থানা, পল্লবী থানা, বনানী থানা ও রোহিঙ্গা ক্যাম্প উখিয়া কক্সবাজারে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন।
বর্তমানে ঢাকা জেলা পুলিশের ধামরাই থানায় কৃতিত্বের সাথে কর্মরত রয়েছেন।
এসআই এসএম কাওছার সুলতান বলেন, ‘এই অর্জন আমার একা নয়, এই অর্জন সকলের। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো কাজ করে দেশের মানুষের সেবা করতে চাই৷ সিনিয়র স্যারদের সহযোগিতায় ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করে এগিয়ে যেতে চাই।’
মতামত