সারাদেশ

ধনতলায় পূজা উপলক্ষে জামায়াতের সৌহার্দ্যপূর্ণ গণসংযোগ

ধনতলায় পূজা উপলক্ষে জামায়াতের সৌহার্দ্যপূর্ণ গণসংযোগ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৫১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে সৌহার্দ্যপূর্ণ গণসংযোগ কর্মসূচি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার ধনতলা ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পথসভায় অংশ নেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম এবং ঠাকুরগাঁও-২ আসনের নেতা মাওলানা আব্দুল হাকিম।

অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান এ দেশের অমূল্য সম্পদ। পূজা হোক আনন্দের, নিরাপদ হোক পরিবেশ—এই লক্ষ্যেই আমরা জনগণের পাশে আছি।”

মাওলানা আব্দুল হাকিম বলেন, আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। হিন্দু-মুসলিম সবাই আমাদের আপন। পূজার সময় কোনো প্রকার বিঘ্ন ঘটুক, তা আমরা চাই না।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ জামায়াতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক ভিন্নতা থাকলেও উৎসবের সময় এই ধরনের কার্যক্রম ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করে।

পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে ব্যস্ততা বাড়লেও সর্বত্র শান্তি ও সহযোগিতার আবহ বিরাজ করছে। স্থানীয়দের মতে, রাজনৈতিক ও সামাজিক সৌহার্দ্যের এই উদ্যোগ উৎসবকে শুধু নিরাপদই করছে না, বরং মানুষের মনে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার বার্তাও পৌঁছে দিচ্ছে।