খেলাধুলা

শ্রীলংকার বিপক্ষে জয়, ফাইনালে টিকে রইল পাকিস্তান

শ্রীলংকার বিপক্ষে জয়, ফাইনালে টিকে রইল পাকিস্তান

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:১১

শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনালের আশা জিইয়ে রেখেছে পাকিস্তান। রোববারের ম্যাচে ১২ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় পায় বাবর আজমের দল।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। দু’জন মিলে ৫ দশমিক ৩ ওভারে ৪৫ রান যোগ করেন। ফারহান করেন ১৫ বলে ২৪, আর ফখর ফেরেন ১৭ রান করে। তবে ওপেনিং জুটি ভাঙতেই একের পর এক উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুব (২), সালমান আগা (৫) দ্রুত ফিরলে ৫৭ রানে ৪ উইকেট হারায় দলটি। এরপর ৮০ রানে পঞ্চম উইকেট হারিয়ে আরও চাপে পড়ে পাকিস্তান।

এরপরই দলকে উদ্ধার করেন মোহাম্মদ নওয়াজ ও হুসাইন তালাত। বিশেষ করে নওয়াজ ১৮তম ওভারে চামিরাকে টানা তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। অপর প্রান্তে তালাতও হাসারাঙ্গাকে দুটি বাউন্ডারি হাঁকিয়ে চাপ কমান। শেষ পর্যন্ত নওয়াজ ২৪ বলে ৩৮* এবং তালাত ৩০ বলে ৩২* রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলংকা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে মাত্র ১৩৩ রান। একমাত্র কামিন্দু মেন্ডিস ৫০ রান করে প্রতিরোধ গড়েন। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি নেন ৩ উইকেট। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ইনিংস খেলার কারণে ম্যাচসেরা নির্বাচিত হন হুসাইন তালাত।