ছবি : সংগৃহীত
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আর দেখা যাবে না অভিনেতা শিমুল শর্মাকে। আলোচিত এ ধারাবাহিকের ইউনিট সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে। শিমুলের অনুপস্থিতিতে নাটকটির জনপ্রিয়তা কতটা টিকবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে দর্শক মহলে।
তবে কেন হঠাৎ শিমুলকে দেখা যাবে না—সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি। তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ধারাবাহিকের এক শিল্পী অবশ্য নিশ্চিত করেছেন, শিমুল থাকছেন না, তবে এ অনুপস্থিতি সাময়িক নাকি স্থায়ী—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ব্যাচেলর পয়েন্ট’ গত আট বছর ধরে নিজের ধারা মেনে এগোচ্ছে। এখানে নতুন চরিত্র যেমন যুক্ত হয়েছে, তেমনি অনেক পুরনো চরিত্রও সরে গেছে। সম্পূর্ণটা নির্ভর করে গল্পের চাহিদার ওপর। কাউকে জোর করে সরিয়ে দেওয়ার সুযোগ নেই।
কিছুদিন আগেই শুরু হওয়া পঞ্চম সিজনের উদ্বোধনী আয়োজনেও ছিলেন শিমুল। তাই তাঁর হঠাৎ অনুপস্থিতিকে অনেকেই অপ্রত্যাশিত বলছেন। দর্শকদের একাংশ বিষয়টিকে ‘দুর্ঘটনা’ হিসেবেও আখ্যা দিয়েছেন।
নির্মাতা অমির সহকারী হিসেবে যাত্রা শুরু করে অভিনয়ে আসেন শিমুল। অল্প সময়েই তিনি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।
প্রসঙ্গত, আট বছর আগে ছোট পরিসরে শুরু হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত ধারাবাহিকগুলোর একটি। প্রতিটি সিজনেই নির্মাতা অমি নতুন চ্যালেঞ্জ নিয়ে সাফল্য অর্জন করেছেন।
মতামত