সারাদেশ

নরসিংদীতে টহল ও নজরদারি বাড়িয়েছে পুলিশ : এসপি মেনহাজুল আলম

নরসিংদীতে টহল ও নজরদারি বাড়িয়েছে পুলিশ : এসপি মেনহাজুল আলম

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০:২৬

নরসিংদীতে পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

এসপি মেনহাজুল আলম বলেন, জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ নিয়মিত চুরি, ছিনতাই ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। চলতি মাসে জেলায় পাঁচটি ঘটনায় সাতজন খুন হয়েছেন। এর মধ্যে পারিবারিক দ্বন্দ্বে তিনজন, ব্যবসায়িক দ্বন্দ্বে একজন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজন খুনের ঘটনা ঘটে। এসব ঘটনায় ছয়টি মামলা হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

তিনি আরও বলেন, আমরা জনগণের সঙ্গে কথা বলছি, সমস্যার কারণ খুঁজে সমাধান করার চেষ্টা করছি। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করলে শান্তিপূর্ণ জেলা গড়া সম্ভব।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বক্তব্য রাখেন। নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।