সারাদেশ

বান্দরবানে খেয়াং নেতাদের সাথে মতবিনিময় করলেন সাচিং প্রু জেরী

বান্দরবানে খেয়াং নেতাদের সাথে মতবিনিময় করলেন সাচিং প্রু জেরী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:৩৩

বান্দরবানে খেয়াং সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। 

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তার বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপুত্র সাচিং প্রু জেরী। খেয়াং সম্প্রদায়ের নেতা ক্য উ প্রু খেয়াং-এর নেতৃত্বে বান্দরবান সদর, রুমা, থানচি, লামা, আলীকদম ও রোয়াংছড়ি উপজেলা থেকে আগত খেয়াং সম্প্রদায়ের ধর্মীয় গুরু, কারবারি, প্রবীণ, যুব সমাজের প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ ও খেয়াং স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা খেয়াং সম্প্রদায়ের দীর্ঘদিনের বঞ্চনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ঘাটতি, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজনৈতিক অধিকার রক্ষার বিষয়গুলো তুলে ধরেন। তারা বলেন, পাহাড়ি অঞ্চলের উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দিনে রাজপুত্র সাচিং প্রু জেরীর হাতকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বেই খেয়াংসহ পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া খেয়াং জনগোষ্ঠীর কল্যাণে কাজ করেছেন। বিএনপি আবারও ক্ষমতায় এলে শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে খেয়াংসহ সকল জনগোষ্ঠীর জন্য কার্যক্রম নেওয়া হবে।

সভা শেষে খেয়াং তরুণ-যুবক ও নারীদের পক্ষ থেকেও নেতৃত্বকে শক্তিশালী করতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।