সারাদেশ

রাণীশংকৈলে উদ্বোধন হলো সুজুকির নতুন শোরুম ইবাদত মটরস্

রাণীশংকৈলে উদ্বোধন হলো সুজুকির নতুন শোরুম ইবাদত মটরস্

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:০৪

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘি এলাকায় বিশ্ববিখ্যাত জাপানি মোটরসাইকেল কোম্পানি সুজুকির ১৩০তম শোরুম "ইবাদত মটরস্" এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এএসএম সুপার মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। ইবাদত মটরস" এর স্বত্বাধিকারী সারোয়ার নুর লিয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সহ-সভাপতি মাহমুদুন্নবী বিশ্বাস পান্না, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, পৌর সাধারণ সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী ও সাবেক পৌর মেয়র মখলেসুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকৌশলী শেফায়েত হোসেন, এরিয়া সেলস ম্যানেজার জুবায়ের আলম, এরিয়া সার্ভিস ম্যানেজার মাহমুদুল হাসানসহ সুজুকি কর্মকর্তারা। তারা বলেন, বিশ্বখ্যাত জাপানি মোটরসাইকেল সুজুকি সবসময় গুণগত মান বজায় রেখে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। পাশাপাশি বিক্রয়োত্তর সেবা ৩ বছর বিনামূল্যে সেবা (ফ্রি সার্ভিস) দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। প্রধান অতিথি তার বক্তব্যে সুজুকির জনপ্রিয়তা ও বিশ্বস্ততার কথা উল্লেখ করে বলেন, ক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের মাধ্যমেই এই সুনাম ধরে রাখতে হবে। পরে শোরুমের সাফল্য কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।