সারাদেশ

পাবনায় দৈনিক আজকের দর্পণ’এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাবনায় দৈনিক আজকের দর্পণ’এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:২৩

পাবনায় জনপ্রিয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাব অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। শিশির ইসলামের সঞ্চালনায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি ছিফাত রহমান সনম, সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, জি কে সাদিকসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ।

পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স অতিথিদের সঙ্গে মিলিত হয়ে কেক কাটেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১১ বছরের পথচলায় আজকের দর্পণ পাঠকপ্রিয় সংবাদপত্র হিসেবে জায়গা করে নিয়েছে। সমাজের অসঙ্গতি, অনিয়ম-দুর্নীতি ও জনদুর্ভোগ তুলে ধরতে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অটুট রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে কুশল বিনিময় ও পত্রিকার সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।