কিশোরগঞ্জে কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৩ শতাধিক রোগী।
১৫ মে বুধবার কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম হাবিবুর রহমান ভূঁইয়ার বাড়িতে বানিয়াগ্রাম বাজার বনিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান ভূঁইয়ার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনে আচমিতা ইউনিয়নের ৩ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে। রোগীদের চিকিৎসা সেবায় ছিলেন ডাঃ শামীম ভূঁইয়া, এম,বি,বি,এস(ঢাকা) ডি,এম,ইউ(আল্ট্রা), এম, সি, জি, পি, সি, ভি, ভি (চর্ম ও যৌন), সিসিডি (বারডেম) ও ডাঃ মেহরাব হোসেন এম, বি, বি, এস (ডি, ইউ) সি, এম, ইউ, আল্ট্রা (ঢাকা)।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, আচমিতাবাসী তথা কটিয়াদি উপজেলার অসহায়, গরীব,সুবিধা বঞ্চিত মানুষ টাকার অভাবে যারা চিকিৎসা সেবা পাচ্ছে না,তাদের জন্য আমি এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের ব্যবস্থা করেছি যেন তারা বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারে । ১৫ দিন অন্তর অন্তর এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন চলবে। ডাঃ শামীম ভূঁইয়া বলেন এটি আমার ২২৩ তম ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন। প্রায় ৪২৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছি।
প্রতি ৩ মাস অন্তর অন্তর কটিয়াদি উপজেলার কামারকোনা ভূঁইয়া বাড়ী স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্য সেবা দিয়ে আসছি এবং এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন মাধ্যমে স্বাস্থ্য সেবার কাজ অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত