সারাদেশ

হবিগঞ্জে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ

হবিগঞ্জে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:৪৯

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় হবিগঞ্জে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ নিয়ে মিডিয়াকর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছার এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন রত্নদীপ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকসহ অন্যান্য অতিথিবৃন্দ। কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলায় মোট জনসংখ্যা ২৩,৫৮,১১২ জন। ক্যাম্পেইনের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৪,৫৬,২২১ জন, কমিউনিটিতে ২,৬৯,৯০৫ জন এবং মোট ৭,২৬,১২৬ জনকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলায় মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২,৭১১টি। টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী কেন্দ্র ১০টি এবং অস্থায়ী কেন্দ্র ১,৮৯৫টি মিলিয়ে সর্বমোট ১,৯০৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কার্যক্রমে ২৫২ জন সুপারভাইজার, ৫০৪ জন টিকাদানকারী এবং ৭৬৫ জন স্বেচ্ছাসেবী অংশ নেবেন।