রংপুর

বীরগঞ্জে ১৬৩টি মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, উৎসবের আমেজ সর্বত্র

বীরগঞ্জে ১৬৩টি মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, উৎসবের আমেজ সর্বত্র

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:৫৪

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চলছে উৎসবের প্রস্তুতি। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ উৎসবে উপজেলায় ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ১৬৩টি মন্দির-মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে। মাটির প্রলেপে ফুটে উঠেছে দেবী দুর্গার অবয়ব, শীঘ্রই শিল্পীদের তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠবে প্রতিটি প্রতিমা। মহালয়ার মধ্য দিয়ে ২১ সেপ্টেম্বর দেবীপক্ষের সূচনা হবে। এ বছর দেবী দুর্গা গজে চড়ে আগমন করবেন এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে পালকীতে গমন করবেন।

পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে স্থানীয় পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মহেশ চন্দ্র রায়। সদস্য সচিব গোপাল দেব শর্ম্মা জানান, প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নিরাপত্তার বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, সব মণ্ডপে বিশেষ নজরদারি থাকবে এবং সার্বক্ষণিক টহল টিম দায়িত্ব পালন করবে।

দুর্গোৎসবকে ঘিরে বীরগঞ্জ জুড়ে এখন বইছে আনন্দ-উচ্ছ্বাসের উৎসবের বাতাস।