সারাদেশ

মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ করা হবে : স্বাস্থ্য সচিব

মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ করা হবে : স্বাস্থ্য সচিব

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১:২৫

দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল, পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে এক হাজারে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানসিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নতুন চিকিৎসক নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং অবকাঠামোগত উন্নয়নসহ বৃহত্তর একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগিরই প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মানসিক স্বাস্থ্যসেবা খাতকে আরও কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাবনা মানসিক হাসপাতাল শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার জন্যও একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। তাই এর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, হাসপাতালের পরিচালক, স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাবনা শহরের দক্ষিণ প্রান্তে ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতাল বর্তমানে দেশের মানসিক স্বাস্থ্য খাতের কেন্দ্রীয় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার বহির্বিভাগীয় রোগী এখানে সেবা নেন। তবে শয্যা সংকটের কারণে অনেক রোগীকেই ভর্তি করানো সম্ভব হয় না। দীর্ঘদিন ধরে শয্যা বৃদ্ধি ও আধুনিকায়নের দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য সচিবের এই ঘোষণা মানসিক স্বাস্থ্য খাতের জন্য এক ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।