রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৩ হাজার ৮০৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক বিভাগ।
শনিবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির ট্র্যাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০৯টি গাড়ি ডাম্পিং, ৪০টি গাড়ি রেকার এবং ২ হাজার ৪৮৫টি মামলা করে।
অপরদিকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০২টি গাড়ি ডাম্পিং, ১০২টি গাড়ি রেকার এবং ১ হাজার ৩২৩টি মামলা করা হয়।
তালেবুর রহমান আরও জানান, ঢাকা মহানগর এলাকায় ট্র্যাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
মতামত